দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২০ মে, ২০১৩, ০৪:৫৬:২৪ বিকাল

আল্লাহ দেশ বাসীকে মহাসেনের প্রচন্ড আঘাত থেকে বাঁচিয়ে দিয়েন, যদি মহাসেন পরিপূর্ণ ভাবে ও প্রচন্ডরূপে আঘাত হানতো দেশে আওয়ামীলীগ সরকার পুরাপুরি জরুরি অবস্থা জানি করে দিত,হাট বাজারে, রাস্তাঘাটে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ করতাম। যেহেতু মহাসেন লঘু আঘাত করেছে তাই আওয়ামীলীগ দেশে অঘোষিত জুরুরি অবস্থা জারি করেছে। তারা বলছে, মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ততেদের মাঝে ত্রানসামগ্রী পৌঁছানোর জন্য ও তাদের আবাসনের লক্ষ্যে ১ মাস যাবত দেশে সভা সমাবেশ করা যাবে না এবং ঢাকা অনির্দ্দিষ্ট কালের জন্য সভা সমাবেশ করা যাবে না।

মহাসেন যে সকল জায়গায় আঘাত করেছে সে সকল জায়গায় এমনিতে মানবিক কারনে কেউ হরতাল প্রতিবাসি সভা সমাবেশ করবেনা। সরকার যদি ঐ সকল জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করতো তাহলে আমরা বুঝতাম সরকার দেশের মানুষের জন্য আন্তরিক। যখন দেখলাম সারাদেশে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে, তখন বুঝতে বাকি রইল না যে বিরোধিদলকে প্রতিহত করতে এই ব্যবস্থা। আওয়ামীলীগের এই অবস্থানটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর মীরসরাইয়ে একটি নতুন থানা উদ্বোধন করেতে গিয়ে তার বক্তব্যে ষ্পষ্ট করে দিয়েছেন। তিনি কেন সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আগামী এক মাস কোনো দলকে সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। সমাবেশের অনুমতি নিয়ে যারা সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারনের জানমালের উপর অত্যাচার, গাড়ি ভাংচুর, মালামাল লুট করে তাদেরকে ঐ যুক্তিসংগত বাঁধা নিষেদ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করা সত্ত্বেও আগামী এক মাস পর্যন্ত কোনো দলকে সমাবেশ করতে দেওয়া হবে না। রবিবার (১৯ মে) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ নবসৃষ্ট থানার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ সভা সমাবেশের অনুমতি নিয়ে বিরোধীদল ভাংচুর, জ্বালাও পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে। সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, জ্বালাও পোড়াও করে, দোকানপাটে আগুন দেয়, পবিত্র মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয় তাদেরকে প্রতিহত করা হবে।

.

.

.

বিরোধিদলকে প্রতিহত করতেই অঘোষিত জুরুরি অবস্থা, মহাসেনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরনে ও পুনুর্বাসনের জন্য।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File